বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৮

দেশে তরুণ উদ্যোক্তাদের প্লাটফর্ম হবে টিআইই

দেশে তরুণ উদ্যোক্তাদের প্লাটফর্ম হবে টিআইই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেশের তরুণ উদ্যোক্তাদের প্লাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সংগঠন দ্যা ইন্দাস এন্টারপ্রিনিয়ার্স (টিআইই)। সংগঠনটি আগামী ২৩ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করবে। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে টিআইই’র প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টিআইই ঢাকার সহ-সভাপতি শামীম আহসান, কোষাধ্যক্ষ তাহসিন আলম, চার্টার মেম্বর ব্যারিস্টার নিহাদ কবির, আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহম্মেদ, গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী প্রমুখ।

টিআইই’র প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, সিলিকন ভ্যালির একদল উদ্যোক্তা ও অভিজ্ঞ পেশাজীবী মিলে ১৯৯২ সালে টিআইই’র কার্যক্রম শুরু করে। বর্তমানে ১৭টি দেশের ৬০টি অঞ্চলে এর কার্যক্রম চলছে। সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন ১১ হাজার সদস্য। এরমধ্যে দুই হাজার ৫শ’ জনই চার্টার্ড সদস্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ উদ্যেক্তারা যাতে দেশের অর্থনীতি সমৃদ্ধিতে অবদান রাখাতে পারে সে উদ্দেশ্যেই যাত্রা শুরু করলো টিআইই। এজন্য তরুণ আগ্রহীদের টিআইই শিক্ষা, মানসিক সাপোর্ট ও নেটওয়ার্কিং সুবিধা দিয়ে সহায়তা করবে। পাশাপাশি সরকারকেও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কর্ম পরিকল্পনা দিয়ে সহায়তা করবে টিআইই।

এক প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, টিআইই তরুণ উদ্যোক্তাদের আর্থিক, পণ্য বাজারজাতকরণ ও পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে সহায়তা দেবে। উদাহারণ হিসেবে জানানো হয়, কোনো তরুণ উদ্যোক্তা একটি পণ্য তৈরি করলো। কিন্তু সে সেটি উৎপাদান বা বাজারজাত করতে পারছে না। এক্ষেত্রে আমরা তাদের সহায়তা দেব। পাশাপাশি আমাদের সদস্যদের মাধ্যমে তার পণ্য বিশ্বব্যাপী বাজারজাত করার সুযোগ থাকবে।

এছাড়া কোনো উদ্যোক্তা যদি এমন পণ্য উৎপাদনের পরিকল্পনা করেছে যে ব্যবসা টিআইই’র কোনো সদস্য করছে, সেক্ষেত্রে ওই ব্যবসায়ী বিনিয়োগের মাধ্যমে ওই উদ্যোক্তার পণ্য উৎপাদনে সহায়তা করতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025