যে কোন জাতীয় সঙ্কট থেকে উত্তরণে গণমাধ্যম ও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। অর্তীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ন্যায় দেশের চলমান সঙ্কট উত্তরণেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ২৬ মার্চ সিলেট প্রেসক্লাব আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আহমেদ নূর এ কথাগুলো বলেন। তিনি বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি। অথচ স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও আমরা শতভাগ সফলতা পাইনি। স্বাধীনতার সুফল পেতে হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।আর সাংবাদিকদের এর জন্য মুক্তিযদ্ধের মূল চেতনার বাস্তবায়ন এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে।
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ রেনুর পরিচালনায় ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী, সহ-সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, নির্বাহী সদস্য সৈয়দ সুজাত আলী, নির্বাহী সদস্য এম এ মতিন, দৈনিক সিলেটের ডাকের সাব এডিটর আব্দুস সবুর মাখন, বিশ্ববাংলার সম্পাদক মুহিত চৌধুরী, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নার্ছির আহমদ খান, দৈনিক দুনিয়া আখেরাতের সম্পাদক ডা. মখলিছউর রহমান, দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার ইউনুছ চৌধুরী, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আহবাব মোস্তফা খান ও মো. কামরুল ইসলাম।
Leave a Reply