শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর বংশালের কায়েরটলী এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার রাত ১০ টায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান।
কর্মচারী আমিনুল ইসলামের (২৫) মুখমণ্ডলসহ শরীরের বিভিন্নস্থান ঝলসে গেছে। আমিনুল ইসলাম (২০) নামে আরেক কর্মচারীর মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। দু হাত পুড়ে গেছে ২২ বছর বয়সী শরিফুল ইসলামের এবং আরেক কর্মচারী আব্দুর রহিমের (১৮) দু’পা পুড়ে গেছে।
তারা জানান, তারা কায়েরটলীর ‘শাকিব সু কারখানা’র কর্মচারী। ম্যাচ মেরে জুতার সুতা পোড়ানোর সময় আগুন ধরে যায়। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে তারা দগ্ধ হন। বাবুলসহ কারখানার অন্যান্য কর্মচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ফুলবাড়িয়াস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে যোগাযোগ করা হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়।