বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯

বাহরাইনে অগ্নিকাণ্ডে বাংলাদেশী নিহত তিন জন

বাহরাইনে অগ্নিকাণ্ডে বাংলাদেশী নিহত তিন জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার ভোররাতে মানামার মাখারকায় শ্রমিকদের আবাসস্থল দোতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিন শ্রমিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত তথ্য পাওয়া মাত্র সংবাদ মাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি। ১৯৭৬ সালে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশটিতে দুই লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- কুমিল্লার বুড়িচংয়ের মোশারফ হোসেন (পিতা- নাজির আহমেদ) ও আবু জালাল। বাকি একজনের নাম জানা যায়নি। এছাড়া, নিহত কোনো শ্রমিকেরই বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ভবনটিতে আনুমানিক ৫০-৬০ বাংলাদেশি বসবাস করছিলেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আলী আকবর ও  দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ঘটনাস্থল, স্থানীয় থানা ও নিকটস্থ হাসপাতাল পরিদর্শন করেছেন। আহত দুইজনকে প্রাথমিক চিকি‍ৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ার খবর জানিয়ে সিভিল ডিফেন্সের পরিচালকের উদ্ধৃতি দিয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, শুক্রবার ভোর ২টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর এলে ২টা ৪২ মিনিটেই ঘটনাস্থলে উপস্থিত হয় সিভিল ডিফেন্সের একটি দল। পার্শ্ববর্তী কোনো ভবনে ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। নিরাপত্তা ঘাটতির কারণে ভবনটির প্রথম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলেও জানানো হয় দেশটির সরকারের পক্ষ থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025