রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:১১

স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ জন

স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ জন

শীর্ষবিন্দু নিউজ: শিল্পী কাইয়ুম চৌধুরীসহ নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠান ২০১৪ সালের স্বাধীনতা পদক পেতে যাচ্ছে। প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে। রোববার মন্ত্রি পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারে ৮ জনই মরণোত্তর এ পুরস্কারে ভূষিত হচ্ছেন। শিল্পী কাইয়ুম চৌধুরী রাষ্ট্রীয় পর্যায়ের অন্যতম  সেরা এই স্বাধীনতা পদক সম্মাননা পাচ্ছেন। এছাড়াও, মরণোত্তর পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন- লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী, সাবেক গণপরিষদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের, অধ্যক্ষ  মোহাম্মদ কামরুজ্জামান, শহীদ কাজী আজিজুল ইসলাম, মুন্সি কবির উদ্দিন আহমেদ, ড. খসরুজ্জামান  চৌধুরী, ডা. মোহাম্মদ হারিছ আলী এবং শহীদ এস.বি.এম মিজানুর রহমান। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025