বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:২২

নেপিতোয় পৌছে শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

নেপিতোয় পৌছে শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিমসটেক (বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মায়ানমারের রাজধানী নেপিতো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩২ সদস্যের দল নিয়ে বাংলাদেশের স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় নেপিতো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক গঠিত। সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সহযোগিতাকে সামনে রেখে ১৯৯৭ সালে এটি গঠন করা হয়। এটি এই ফোরামের তৃতীয় বৈঠক। ফোরামের প্রথম বৈঠক ২০০৪ সালে ব্যাংককে এবং দ্বিতীয় বৈঠক ২০০৮ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মায়ানমারের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আয়ে মিন। এ সময় বিমানবন্দরে মায়ানমারের ঐতিহ্যবাহী পোশাক পরে লাল গালিচার দু’ধারে দাঁড়িয়ে ফুল নাড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান একদল নারী পুরুষ। যন্ত্রসঙ্গীত বাজান বাদক দল। প্রধানমন্ত্রী গাড়ির বহর এরপর যাত্রা শুরু করে নেপিতো রয়্যাল হোটেলের পথে। পথের দু‘ধারে স্কুলের পোশাক পরে ছোট ছোট শিশু-কিশোর-কিশোরীরা বাংলাদেশ ও মায়ানমারের পতাকা নেড়ে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। সোমবার দুপুরেই প্রধানমন্ত্রী দেখা করবেন মায়ানমারের প্রেসিডেন্ট থিন সেনের সঙ্গে। নেপিতোয় প্রেসিডেন্ট প্যালেসে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে দুপুর আড়াইটায়।

প্রেসিডেন্ট প্যালেস থেকে সরাসরি মায়ানমারের জাতীয় সংসদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সংসদের স্পিকার শিউ মানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বেলা চারটায় রয়েছে মায়ানমারের অবিসংবাদিত নেতা, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির চেয়ারম্যান অং সান সুচির সঙ্গে বৈঠক। এ বৈঠকটিও হবে মায়ানমারের জাতীয় সংসদ ভবনে।

সন্ধ্যায় মায়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মায়ানমারের প্রেসিডেন্টের দেওয়ার নৈশভোজে যোগ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনে মায়ানমার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী অংশ নেবেন বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক যার অন্যতম। মঙ্গলবার রাত ৮টায় মায়ানমার ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025