রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৫

চার সহস্রাধিক নার্স নিয়োগ অবৈধ

চার সহস্রাধিক নার্স নিয়োগ অবৈধ

শীর্ষবিন্দু নিউজ: ২০১৩ সালে চার হাজার ১শ ডিপ্লোমা নার্সের নিয়োগ দেওয়াকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমিনুদ্দিন ও শাখাওয়াত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। শাখাওয়াত হোসেনের দাবি, গত বছর চার সহস্রাধিক নার্স নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপিতে নার্সিং নিয়োগ বিধি ১৯৭৯ মানা হয়নি। যেখানে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে শুধুমাত্র ডিপ্লোমা পাস নার্সদের মধ্য থেকে ৪১২৬ জনকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়। সেখানে বিএসসি পাস নার্সদের কোনো পদ রাখা হয়নি।

সরকারের এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে বিএসসি পাস নার্সদের ২৬ জন হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিজ্ঞপ্তির মাধ্যমে নার্স নিয়োগের ওপর তিন মাসের স্থগিতাদেশ এবং রুল জারি করেন।
রাষ্ট্রপক্ষে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে ওই বছরের ২৭ আগস্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

এরপর রিটকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ এ মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির করতে হাইকোর্টে পাঠিয়ে দেন। রোববার হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে নার্সদের নিয়োগ অবৈধ বলে রায় ঘোষণা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025