রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২০

ঢেলে সাজানো হচ্ছে আইডিআরএ

ঢেলে সাজানো হচ্ছে আইডিআরএ

শীর্ষবিন্দু নিউজ: দীর্ঘদিন অবহেলিত থাকার পর বিমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দিকে নজর দিয়েছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থাটিকে ঢেলে সাজানোর। এর অংশ হিসেবে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে নতুন তিন সদস্য। এপ্রিলে নিয়োগ দেওয়া হবে আরও এক সদস্য। শিগগিরই চূড়ান্ত করা হবে চেয়ারম্যান নিয়োগ ও জনবল নিয়োগের (সাংগঠনিক কাঠামো) বিষয়টি ।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তার মাধ্যমে জানা গেছে, বিমাখাতের উন্নয়ন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০১১ সালে আইডিআরএ গঠন করে সরকার। চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বিমা পেশায় সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত (অ্যাকচুয়ারি) এম শেফাক আহমেদকে। চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন তিনি। এ সময় তাকে সঙ্গ দেন আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত চার সদস্য জিয়াউল হক মামুন, নব গোপাল বণিক, মো. নূরুল ইসলাম মোল্লা ও মো. ফজলুল করিম।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাদের কঠোর পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমাখাতে। অনিয়মের খোলস ভেঙে অনেকটাই নিয়মের মধ্যে চলে আসে বিমা কোম্পানিগুলো। তবে বছর ঘুরতেই বদলে যায় আইডআরএ’র চরিত্র। সদস্যরা জড়িয়ে পড়েন নানা অনিয়মে। উৎকোচ গ্রহণের মাধ্যমে ফাইল আটকে রাখা, কোম্পানির দুর্নীতির খবর জেনেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা, অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক পদে বসানোর পাঁয়তারা, পরিদর্শক দলের কার্যক্রম বন্ধ করে দেওয়াসহ চলে নানা অপতৎপরতা। এসব অনিয়মে সদস্যদের নেতৃত্ব দেন সাবেক বিতর্কিত সদস্য নূরুল ইসলাম মোল্লা।

অনিয়ম অব্যহত রাখতে চেয়ারম্যান হিসেবে এম শেফাক আহমেদের নিয়োগ যাতে নবায়ন না করা হয় সেজন্য নানা ফন্দি ফিকির শুরু করেন নূরুল ইসলাম মোল্লা। ১১৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একটি কোম্পানিকে দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা করতেও উস্কানি দেন তিনি। তাকে সহায়তা করেন সে সময় দায়িত্ব থাকা আইডআরএ’র অপর দুই সদস্য।

সদস্যদের চরম বিরোধিতাই এম শেফাক আহমেদের নিয়োগ নবায়ন করা থেকে বিরত থাকে অর্থ মন্ত্রণালয়। খালি রাখা হয় চেয়ারম্যানের পদটি। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি এ পদটিতে। তবে শিগগির আবারও এম শেফাক আহমেদকেই নিয়োগ দেওয়া হতে পারে এ পদটিতে। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, আইডিআরএ’র চেয়ারম্যান হিসেবে এম শেফাক আহমেদকেই নিয়োগ দেওয়া হবে। তার (শেফাক আহমেদ) পছন্দ অনুযায়ী সম্প্রতি আইডিআরএতে নতুন তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুরোনো সদস্যদের মধ্যে বর্তমানে দায়িত্বে থাকা একমাত্র সদস্য মো. ফজলুল করিমকেও পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া সদস্য কুদ্দুস খান বাংলানিউজকে বলেন, বেশ কিছু দিন ধরে আইডিআরএ’র চেয়ারম্যান ও তিন সদস্যর পদ শূন্য ছিল। তবে সরকার এ নিয়ন্ত্রক সংস্থাটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি নতুন তিন জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি শিগগির চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হবে। এছাড়া জনবল নিয়োগের বিষয়টিও শিগগিরই সমাধান করা হবে বলে আশা করছি। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য থাকবে বিমাখাতের উন্নয়ন করা। এজন্য প্রথমে নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আশা করি, আমরা সফল হব।

সূত্র মতে, চুক্তির শর্তানুযায়ী মো. ফজলুল করিমের মেয়াদ শেষ হবে চলতি বছরের ৪ এপ্রিল। এর আগেই এ সদস্যকে চাকরি থেকে অব্যহতিও দেওয়া হতে পারে। সম্প্রতি ফারইস্ট ইসলামি লাইফ, জনতা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যরেন্সের অনিয়মের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার কারণে তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হতে পারে। ইতিমধ্যে এ কারণে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025