শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের মুম্বাই-আহমেদাবাদের মধ্যবর্তী চাওরি চেকপোস্টের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এ বিস্ফোরণে আরও ছয়টি যানের ক্ষতি হয়েছে বলে স্থানীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার পথে পেট্রোলবাহী ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাঙ্কারে থাকা তিনজন ও চারজন পথচারীসহ ৭ জন নিহত হন। ঘটনার পরপরই অগ্নিনির্বাপন কর্মী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশগ্রহণ করে।
তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নিকটবর্তী কাসা ও থানে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগুনে নিহতদের শরীর পুড়ে যাওয়া শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে।