রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:১৬

নির্বাচন কর্মকর্তাকে পেটানো এএসআই’র বিরুদ্ধে ইসির ব্যবস্থা

নির্বাচন কর্মকর্তাকে পেটানো এএসআই’র বিরুদ্ধে ইসির ব্যবস্থা

শীর্ষবিন্দু নিউজ: উপজেলা নির্বাচনের তৃতীয় পর্বের মতো চতুর্থ পর্বেও পুলিশের হাতে মার খেয়েছেন এক নির্বাচন কর্মকর্তা। রোববার ভোটের সময় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মারধরের শিকার হন সহকারী রিটার্নিং কর্মকর্তা, তিনি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাকে মারধরের জন্য লৌহজং থানার এএসআই মো. এমদাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মারধরের পাশাপাশি সরকারি কাজে বাধা দান, নির্বাচনী মালামাল-কাগজপত্র বিনষ্টের অভিযোগ আনা হয়েছে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। চিঠিতে বলা হয়েছে, অভিযোগটি গুরুতর অসদাচরণ। এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে নির্দেশ দেয়া হল। নির্বাচন কর্মকর্তা গজারিয়ার কোন কেন্দ্রে মারধরের শিকার হন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তৃতীয় ধাপের ভোটের সময় বরিশালের হিজলায় এক নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন এক ওসি। ওই সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ইসি। পরে ওই ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়। মুন্সীগঞ্জের গজারিয়ায় রোববার ভোটের দিন সহিংসতায় এক ইউপি চেয়ারম্যান নিহত হন। ওই উপজেলায় সাতটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025