শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সৌদী আরবে প্রতিদিন রাত ৯ টার পর সকল দোকান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উৎপাদনশীলতা বৃদ্ধি, কাজে নিয়ম-নিষ্ঠা নিশ্চিতকরণ এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের ৬টি মন্ত্রণালয় কাজ করছে।
তবে এরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কাউন্সিল অব সৌদী চেম্বার্স (সিএসসি)। তারা বলেছে, এ ব্যাপারে তাদের সাথে কর্তৃপক্ষ আলোচনা করেননি।
এ বিষয়ে সিএসসি-এর সভাপতি আবদুল্লাহ আল মবতি বলেন, দেশের ব্যবসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব এড়াতে রাত ১১ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানিনা। আমরা সৌদী মার্কেটগুলোর উন্নয়ন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন কমিটি গঠন করেছি। বিশ্বের বিভিন্ন দেশে এটা চালু রয়েছে। তবে রেস্তোরাঁগুলো রাত ১১ টা পর্যন্ত খোলা রাখা যায়।
ফুয়াদ কাউসার নামক জনৈক সৌদী বিমান প্রকৌশলী বলেন, ইসলামী বিধান অনুসারে এটা একটি বিজ্ঞানোচিত পদক্ষেপ। মহানবী হযরত মুহাম্মদ (সা:) আগেই ঘুমিয়ে পড়তেন এবং খুব ভোরে জেগে ওঠতেন-এটা স্বাস্থ্যের জন্য উপকারী। যা-ই হোক, তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের মতামতের উপর গুরুত্বারোপ করেন।