শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩

বাংলাদেশের জন্য পদ্মাসেতু জরুরি

বাংলাদেশের জন্য পদ্মাসেতু জরুরি

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের জন্য পদ্মাসেতু জরুরি, তবে সেটি কিভাবে হবে, কারা এতে অর্থায়ন করবে সেটি জরুরি না। সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মহাপরিচালক জোয়ান মিরিন্ডা এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পদ্মাসেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি একটি জাতীয় প্রকল্প, যেভাবেই হোক তা হতে হবে। নতুন সরকার এটি বাস্তবায়ন করবে বলে আমাদের জানিয়েছে।
বাংলাদেশের সার্বিক অর্থনীতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সংস্থাটির মহাপরিচালক বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্তর্নিহিত শক্তি প্রকট। তবে এ প্রবৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। আর অবকাঠামোগত উন্নয়ন হলে নতুন নতুন চাকরির ক্ষেত্রও তৈরি হবে বলে মনে করেন এডিবির মহাপরিচালক জোয়ান মিরিন্ডা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025