শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ ব্যাংককে: নিহত ৭ জন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ ব্যাংককে: নিহত ৭ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি দোকানের বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বাতিল মালের ওয়্যারহাউসে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাশেই একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটিতে পুতে রাখা বোমায় আঘাত লেগে এটির বিস্ফোরণ ঘটে। বোমাটি ওজন ২২৭ কেজি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাটির নিচে পুতে রাখা হয়েছিল বলে ধারণা করছে থাই পুলিশ।

ব্যাংকক পোস্ট জানায়, দুপুর একটায় ব্যাংককের একটি দোকানে এ বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে দোকানের ৫ জন কর্মচারী এবং হাসপাতালে ২ জন নিহত হন। এঘটনায় আরো ১৯ জন শ্রমিক আহত হয়েছেন। এসময় নিহতদের শরীরের অঙ্গ ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে পাওয়া যায়। আশপাশের ১২টি বাড়ি এবং ৫০০ গজ এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যামটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025