শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে সাক্ষাৎকার না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির দূতাবাস। তবে প্রথমবারের মত ভিসা আবেদনকারীরা এ সুবিধা পাবেন না।
বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্স্যুলার অফিসাররা সেসব যোগ্য বাংলাদেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকার ছাড় দিতে পারবেন, যারা নন-ইমিগ্র্যান্ট ভিসা নবায়ন করছেন। ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী সময়ে ভিসা প্রাপ্তরাই কেবল এ সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে আগের ভিসা ইস্যুর পর অন্য কোনো বিভাগে ভিসা আবেদন নাকচ বা বাতিল হলে তারাও এ সুবিধা পাবেন না।
এছাড়া কোনো আবেদনকারীর আগের ভিসা বাতিল হলে, হারিয়ে বা চুরি গেলে এবং আবেদনকারী যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন বা নীতিমালা ভঙ্গ করলে তারাও এই কর্মসূচির আওতায় পড়বেন না। বিজ্ঞপ্তি বলা হয়, পূর্ববর্তী ভিসা ইস্যুর পর আবেদনকারীর নাম, জন্ম তারিখ, জন্মস্থান ও জাতীয়তা পরিবর্তন হলেও দূতাবাসের নতুন সুবিধা পাওয়া যাবে না। দূতাবাসের ওয়েবসাইট Dhaka.usembassy.gov/interview_waiver_program.html এ গিয়ে আগ্রহীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।