শীর্ষবিন্দু নিউজ: বিয়ের পর ১০ লাখ টাকা যৌতুক না পেয়ে স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক ভিডিও ধারন করে তা ইউটিউবে ছাড়ার ঘটনায় স্বামীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটক স্বামীর নাম শরিফুর রহমান ওরফে শরিফ। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র। মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে শরিফের প্রেমের সম্পর্ক হয়। এরই এক পর্যায়ে গত বছরের ১৯ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর গোপন সম্পর্ক ভিডিও করে রাখে সে। দু’জনের সম্পর্কের মনমালিন্য হওয়ায় শরিফ ভিডিওগুলো ইউটিউবে ছাড়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। মেয়ের পরিবার থেকে টাকা দিতে অস্বীকার করলে সে ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দেয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হলে তাকে আটক করে পুলিশ।
পরে জামিনে বের হয়ে আবারও ওই মেয়ের সঙ্গে সম্পর্কের চেষ্টা করে। এক পর্যায়ে আবারও সে ১০ লাখ টাকা দাবি করে এবং পুনরায় ভিডিও ছাড়ার হুমকি দেয়। কিন্তু মেয়ের পরিবার থেকে টাকা দিতে অস্বীকার করলে সোমবার সে আবারও একটি ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে বুধবার শেরে বাংলানগর থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মামলা হওয়ায় বিকেল ৪টার দিকে শরিফকে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে গ্রেফতার করা হয়। বর্তমাসে মহানগর গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।