রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪২

নির্বাচন কমিশনারদের ব্যাকগ্রাউন্ড কেউ খোঁজে দেখেনি

নির্বাচন কমিশনারদের ব্যাকগ্রাউন্ড কেউ খোঁজে দেখেনি

শীর্ষবিন্দু নিউজ: বর্তমান নির্বাচন কমিশনারদের কর্মকান্ডে হতাশা প্রকাশ করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন যদি হয় আর কমিশনাররা যদি দলীয় হন তাহলে সমস্যা। এই কমিশনকে যখন নিয়োগ দেয়া হয়েছিল তখন তাদের বিষয়ে বেশি খোঁজা হয়নি। এক্ষেত্রে মিডিয়ারও ব্যর্থতা রয়েছে। কমিশনাররা দলীয় কিনা সেটা আগে দেখতে হবে। তাদের ব্যাকগ্রাউন্ড, পূর্বে তারা কোন দলের সঙ্গে জড়িত ছিলেন কিনা তা যাচাই করতে হবে। তবে এই কমিশনকে নিয়োগ দেয়ার আগে তা করা হয়নি। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সহিংসতার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে

তিনি বলেন, বিভিন্নমুখি অরাজকতার কারনে চলমান নির্বাচনে নৈরাজ্য তৈরি হয়েছে। তিনি বলেন, বর্তমান কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারছেনা, কিংবা করছেনা। তিনি বলেন, সব চেয়ে বড় কথা হল ভোটরদের আস্থা। যখন আস্থা বিনষ্ঠ হয় ভোটারদের আস্থা না থাকে তখন তারা ভোট দিতে যাবে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ৭০ এবং ৮০দশকের অবস্থায় আমরা ফিরে যাচ্ছে। এমন অবস্থা হলে ভোটররা ভোটে যেতে আগ্রহ হারাবে।

বর্তমান কমিশন কোন পরামর্শ নেয় না দাবি করে তিনি বলেন, পরামর্শ তাকেই দেয়া যায় যে পরামর্শ গ্রহণ করতে চায়। এ অবস্থা থেকে পরিত্রানের ব্যাপারে তিনি বলেন, সদিচ্ছা ছাড়া আর কোন উপায় নেই, সব জায়গায় সব কিছু আছে। আর ইচ্ছা যদি না থাকে তাহলেতো কিছু করার নেই। ঘোড়াকে যদি নদীর পাড়ে নিয়ে গিয়ে পানি খাওয়াতে চান আর ঘোড়া যদি পানি না খায় তাহলে যতই চেষ্টা করা হোক কাজ হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025