শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৪

আফগানিস্তানে দুই নারী সাংবাদিককে গুলি: আহত ১ নিহত ১

আফগানিস্তানে দুই নারী সাংবাদিককে গুলি: আহত ১ নিহত ১

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেস’র দুই নারী সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে এক দুর্বৃত্ত। এতে আনজা নিয়েদ্রিংগাউস নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী ক্যাথি গ্যানন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবারের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশটির সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যেই এ সহিংসতার খবর এলো। স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে পাকিস্তানের সীমান্তবর্তী শহর খোস্টের কাছে একটি জেলায় পুলিশ সদরদপ্তরের ভেতরে পুলিশের পোশাকধারী ওই দুর্বৃত্ত দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুঁড়লে একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপরজন।

শনিবারের নির্বাচনকে ঘিরে তালেবানসহ যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে ২ লাখ সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। এ নির্বাচনে বিজয়ী বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরী হবেন। ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পান পশ্চিমাদের আশীর্বাদপুষ্ট হামিদ।

খোস্ট প্রদেশের পুলিশের মুখপাত্র মোবারেজ মোহাম্মদ জাদরান   সাংবাদিকদের জানান, সকালে দুই নারী সাংবাদিককে গুলি করা হয়। গুলিতে একজন নিহত হন, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে, খোস্ট প্রদেশের গভর্নরের মুখপাত্র মাবোরিজ জাদরান জানান, হামলাকারী পুলিশ সদস্য ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025