শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৮

নিখোজ উড়োজাহাজের নতুন সংকেত পাওয়া যায়নি

নিখোজ উড়োজাহাজের নতুন সংকেত পাওয়া যায়নি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিখোঁজ মালয়েশিয়ান উড়োজাহাজের অনুসন্ধানে গত এক সপ্তাহে নতুন করে আর কোনো সংকেত পাওয়া যায়নি বলে জানিয়েছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। নিখোঁজ উড়োজাহাজের অনুসন্ধান কার্যক্রমে এখন পর্যন্ত এটি সবচেয়ে নির্ভরযোগ্য অগ্রগতি বলে অস্ট্রেলিয়ান এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গুস হোস্টন দাবি করেন।

তিনি দাবি করেন, নিখোঁজ উড়োজাহাজের অনুসন্ধান কার্যক্রমে এখন পর্যন্ত এটি সবচেয়ে নির্ভরযোগ্য অগ্রগতি। তবে আরও অনেক তথ্য প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনও উড়োজাহাজটির সন্ধান পাইনি এবং আমাদের আরও নিশ্চিত হওয়া দরকার। হোস্টন জানান, টোয়েড পিঙ্গার লোকেটরের মাধ্যমে সংকেত দু’টি ধরা পড়েছে। এর একটি দু’ঘণ্টা ধরে বেজেছিল। অন্যটির স্থায়িত্ব ছিল ২০ মিনিট। তবে, দক্ষিণ ভারত মহাসাগরের অনুসন্ধান এলাকার ঠিক কোন স্থানে সংকেত দু’টি বেজেছিল এ ব্যাপারে কিছু না জানানো হলেও বলা হয়েছে, ওইস্থানের আশপাশে তল্লাশি চালিয়ে যাচ্ছে ওশ্যান শিল্ড। যদিও প্রথম বারের পর আর সংকেত পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড জনস্টন মঙ্গলবার সাংবাদিকদের জানান, গত এক সপ্তাহে পিঙ্গার লোকেটরে নতুন করে কোনো সংকেত পাওয়া যায়নি। তবে আমরা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভারত মহাসাগরে উড়োজাহাজটির উদ্ধার অভিযান এলাকা প্রায় তিনগুণ কমিয়ে আনা হয়েছে। বর্তমানে ত্রিশ হাজার স্কয়ার মাইল এলাকা ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে, যা পার্থ থেকে এক হাজার চারশ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবিস্থত। এর আগে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা জাহাজ ‘ওশ্যান শিল্ড’র রিসিভারে দু’টি সংকেত ধরা পড়ার দাবি করে দেশটি। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, রেডিও সংকেত দু’টি সম্ভাব্য বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্সের (ফ্লাইট রেকর্ডার) হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025