শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:২৯

মারা গেছেন সাবেক মেয়র হিরণ: বিকেলে প্রথম জানাজা

মারা গেছেন সাবেক মেয়র হিরণ: বিকেলে প্রথম জানাজা

শীর্ষবিন্দু নিউজ: মারা গেছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ। মরহুমের প্রথম জানাজা বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য নিশ্চিত করেন।

নানক বলেন, বুধবার বিকেল ৪টায় প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর হিমঘরে রাখা হবে হিরণের মরদেহ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যোগে বরিশাল নেয়ার পরে সেখানে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হিমঘরে রেখে শুক্রবার বাদ জু্ময়া স্থানীয় ‘মুসলিম কবরস্থানে’ দাফন করা হবে হিরণের মরদেহ।

গত ২২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ। প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরে অবস্থার অবনতি ঘটলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। আরো উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচার শেষে ফের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় হিরণকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল পৌনে আটটায় তার মৃত্যু হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025