রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৬

ত্রুটিযুক্ত ৭০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা

ত্রুটিযুক্ত ৭০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টয়োটে মোটর কর্পোরেশন সারাবিশ্বের ৭০ লাখের মতো গাড়ি  (৬.৫৮ মিলিয়ন) ফিরিয়ে নিচ্ছে। যে গাড়িগুলো কোম্পানি ফেরত নেবে সেগুলোতে স্টিয়ারিং ও সিটে ত্রুটি রয়েছে বলে বুধবার টয়োটা থেকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে। তবে ত্রুটিগুলো ডিজাইন না তৈরি কালীন তা জানা যায়নি।

টয়োটার বিবৃতিতে যে মডেলের গাড়িতে ত্রুটি রয়েছে বলে স্বীকার করেছে, সেগুলো হচ্ছে- ইয়ারিস, আরবান ক্রুজার, রাভা৪ এবং হাইলাক্স। টয়োটা থেকে বলা হয়েছে, এক হাজার ৫৮টি গাড়িতে স্টিয়ারিং কলাম, সংযোজিত তার ও বসার আসনের রেইলিংয়ে ত্রুটি রয়েছে। এ বিষয়ে টয়োটার এক প্রতিনিধি জানান, এ ঘোষণাটি প্রাথমিকভাবে জানানো হয়েছে। পরে জাপান থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, আট লাখ ২৪ হাজার সমস্যাগ্রস্ত গাড়ি ইউরোপে বিক্রি হয়েছে। তবে বিদ্যমান ত্রুটির কারণে সে গাড়িগুলো দুর্ঘটনার শিকার হয়নি। ইয়ারিস মডেলের গাড়ি এবং আরবান ক্রুজার এসইউভি    ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের আগস্টের মধ্যে সংযোজিত হয়েছে। অপরদিকে, রাভা৪ এসইউভি ও হিলাক্স কম্প্যাক্ট পিকআপ ভ্যান ২০০৪ সালের জুন থেকে ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে সংযোজিত হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025