মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:২৩

সরকার, আ.লীগ, ছাত্রলীগ সবাই আমাদের বন্ধু

সরকার, আ.লীগ, ছাত্রলীগ সবাই আমাদের বন্ধু

শীর্ষবিন্দু নিউজ: সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দুশমন নয়, বরং নিজেদের বন্ধু বলে অভিহিত করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী মাঠে দুই দিনব্যাপী রেসালাত সম্মেলনের প্রথম দিনে একথা বলেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির আমির।

শফী বলেন, হাসিনা সরকার, আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন, সবাই আমাদের বন্ধু। এদের সাথে আমাদের কোনো আদাবত নাই। কেউ যদি হাসিনা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগকে আমাদের দুশমন বুঝে থাকেন এমনটা ভুল হবে। হেফাজতে ইসলামের আমির বলেন, আমরা হাসিনা সরকারকে কোনো গালি দিইনি। এখানে হাসিনা সরকার আসতে না পারলেও আওয়ামী লীগের অনেক লোক এসেছে। সম্মেলনে অন্যদের মধ্যে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাহমুদুল হাসান, লালবাগ মাদ্রাসার মোহাদ্দেছ মুফতি শাখাওয়াতসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গত বছর ফেব্রুয়ারিতে শাহবাগে গণআন্দোলন শুরু হলে ব্লগারদের নাস্তিক আখ্যা দিয়ে গণজাগরণের বিরুদ্ধে মাঠে নামে হেফাজতে ইসলাম। নারীনীতি বাতিল ও ব্লগারদের গ্রেপ্তারসহ ১৩ দফা দাবিতে গত বছর ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে মাদ্রাসাভিত্তিক সংগঠনটি। তাদের ওই সমাবেশ ঘিরে মতিঝিল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা হয়। এরপর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে আহমদ শফীকে নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে বক্তব্য দিতে দেখা যায়।

রেসালাত সম্মেলনে হেফাজত আমির বলেন, ভুল-ত্রুটি, ভুল-ভ্রান্তি অবশ্যই হয়েছে, হচ্ছে। জানা-অজানা, ইচ্ছা-অনিচ্ছায়, গোপনে- প্রকাশ্যে বহু গুনাহ করেছি। এসময় তিনি সবাইকে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন। শফী বলেন, আমরা যদি ভালো হয়ে যাই তাহলে সরকারও ভালো হয়ে যাবে। আমরা যদি খারাপ হই সরকার আমাদের ওপর বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন-অত্যাচার করবে। আপন ভালো হলে জগৎ ভালো- মন্তব্য করে তিনি বলেন, চলেন আমরা ভালোভাবে তওবা করি। আমরা খারাপ হয়ে গেছি। এ সময় গার্মেন্টস শিল্পের উন্নয়নের জন্য অনুসারীদের নিয়ে প্রার্থনা করেন হেফাজতে ইসলামের আমির।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025