সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৪

সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি নারীসহ সাতজন মারা গেছেন।শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি ওই নারীর বয়স ৪০ বছর। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। এ নিয়ে দেশটিতে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪ জন মারা গেছেন। এছাড়া নতুন করে আরো ২৪ জন আক্রান্তের খবরও পাওয়া গেছে। দেশটিতে ২০১২ সালের সেপ্টেম্বর মাস খেকে শুরু করে এ পর্যন্ত মোট ৩২৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী আদেল ফকিহ জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় রিয়াদ, জেদ্দাহ ও পূর্ব প্রদেশ এগুলোর তিনটি মেডিকেল সেন্টারকে এ ভাইরাসের চিকিৎসার জন্য বিশেষায়িত করেছে।এদিকে সম্প্রতি মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে জেদ্দার কিং ফাহাদ হাসপাতাল থেকে চার চিকিৎসক পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের পর দেশটিতে ভীতি ছড়িয়ে পড়ে।

এদিকে গত বৃহস্পতিবার বাদশাহ আবদুল্লাহ জেদ্দা সফর করেছেন।এর আগে সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদুল্লাহ আল-রাবিয়াহকে বরখাস্ত করেছিলেন বাদশাহ আবদুল্লাহ।এদিকে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার মার্স ভাইরাসের ক্রমাগত সংক্রমণ নিয়ে তারাও শঙ্কিত হয়েছেন। তাই ঝুঁকি এড়াতে সৌদি আরবে বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025