সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৪

কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ গঠন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা (ভারতের নয়া সরকারের সড়ক পরিবহন, মহাসড়ক ও নৌপরিবহন মন্ত্রী) নিতিন গড়করির দায়ের করা মানহানি মামলায় আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দিল্লির একটি আদালত।

গড়করিসহ বেশ ক’জন নেতাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তালিকা করার পর দায়ের করা মামলায় মুচলেকা দিয়ে জামিন প্রত্যাখ্যান করায় এবং সর্বশেষ এ অভিযোগ প্রত্যাহারের প্রস্তাবও প্রত্যাখ্যান করায় শুক্রবার তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মানহানি) ও ৫০০ (মানহানির শাস্তি) ধারায় এ অভিযোগ গঠন করা হয়। শুক্রবার সকালে আদালতে শুনানিকালে এএপি প্রধানকে বিবাদীর পক্ষ থেকে অভিযোগ প্রত্যাহার করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করায় মামলা মীমাংসায় অসমর্থ হয়ে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন বিচারপতি গোমতি মানোচা।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সকালে দিল্লির পাতিয়ালা হাউসের আদালতে প্রথমবারের মতো মুখোমুখি হন ৫৭ বছর বয়সী গড়করি ও ৪৫ বছর বয়সী কেজরিওয়াল। আদালতে শুনানিকালে মোদী সরকারের মন্ত্রী গড়করি বলেন, এএপি প্রধান যদি তার বক্তব্য প্রত্যাহার করেন, তবে মামলা তুলে নিতে তিনি আগ্রহী। জবাবে কেজরিওয়াল বলেন, এটা প্রেস্টিজ ইস্যু নয়, এটা জনগণের স্বার্থের ইস্যু।

এর আগে, কোনো অপরাধ করেননি বলে জামিন প্রত্যাখ্যান করায় কেজরিওয়ালকে গতমাসের তৃতীয় সপ্তাহে কারাগারে পাঠান আদালত। তিহার জেলেই এতোদিন ছিলেন এএপি প্রধান। নির্বাচনের আগে গত জানুয়ারিতে ভারতের বেশ কয়েকজন নেতাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে কেজরিওয়ালের আম আদমি। ওই তালিকায় নিজের নাম থাকায় মানহানির মামলাটি দায়ের করেন গড়করি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025