আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সমালোচনা, অবরোধ, যুদ্ধাপরাধ কোনো কিছুকেই ভয় করছে না ইসরায়েল। গাজায় একের পর এক বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়েই যাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। তাদের বর্বরতায় প্রাণ হারিয়েছে ৭ শতাধিক ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৩২ ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, ষোলতম দিনে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৭৩০ জন ফিলিস্তিনি। আহত হয়েছে সাড়ে চার হাজারের বেশি নাগরিক। এই প্রতিবেদন লেখার সময় গাজায় জাতিসংঘ একটি শরণার্থী স্কুলে হামলার খবর পাওয়া গেছে। এতে নিহত হয়েছে ১৫ জন।