মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩৭

ইসরায়েল হামলায় একদিনেই নিহত ১শ’ ফিলিস্তিনি

ইসরায়েল হামলায় একদিনেই নিহত ১শ’ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার ইসরায়েলি হানাদার বাহিনীর আগ্রাসনে একদিনেই প্রাণ হারালেন শতাধিক ফিলিস্তিনি। এছাড়া এদিন গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিকে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির মুখপাত্র জামাল দারদাসাভি জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ সরবরাহ না থাকলে প্রভাব পড়বে হাসপাতাল এবং পানি সরবরাহে।

গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, প্রাণহানির সংখ্যা ১ হাজার ১শ’৭৮ জনে পৌঁছেছে। এর মধ্যে মঙ্গলবার একদিনেই মারা গেছেন ১শ’১০ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও ৬ হাজার ৮শ’ ফিলিস্তিনি। বিদ্যুৎ কেন্দ্রটির দু’টি টারবাইনই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এর পরিচালক রফিক মালিহা। তিনি বলেন, এই মুহূর্তে পুরো গাজা উপতক্যা বিদ্যুৎবিহীন।

এদিকে বিদ্যুৎ না থাকায় গাজার হাসপাতালগুলোর চিকিৎসা সেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছেন সাংবাদিকরা। বিদ্যুতের অভাবে প্রয়োজনীয় অস্ত্রোপচার ও জরুরি অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতালের কর্মীরা। গত ৮ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় নিহত সহস্রাধিক ফিলিস্তিনির অধিকাংশই নারী-শিশু সহ বেসামরিক মানুষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025