প্রযুক্তি আকাশ: টেক জায়ান্ট অ্যাপল নিয়ে আসলো আইফোন ফাইভ অপারেটিং সিস্টেমের নতুন আপডেট আইওএস ৬.১.৪। সদ্য নিয়ে এই আপডেটেড ভার্সনটির সংবাদটি জানা যায় প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এর বরাত দিয়ে।
আইফোন ফাইভের জন্য আপডেট করা হয়েছে আইওএস ৬.১.৪-এর অডিও প্রোফাইল। নতুন ভার্সনে বড়ধরনের কোনো পরিবর্তন না থাকায় এবং শুধু আইফোন ফাইভে ব্যবহারের উপযোগী হওয়ায়, পরবর্তী ওএস আপডেটে অ্যাপল বড়ধরনের পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে, এমনটাই ধারণা করছে অ্যাপল।
আইওএসের আগের ভার্সন ৬.১.৩-এর নিরাপত্তা ব্যবস্থায় খুঁতের কারণে অবৈধ অনুপ্রবেশ সম্ভব ছিলো অ্যাপল ডিভাইসে। তবে, আইওএসের নতুন এই আপডেটে অ্যাপল সেই সমস্যার সমাধান করেছে কিনা, তা এখনও পরিষ্কার নয়। ম্যাশএবল জানায়, আইটিউনস থেকেও ডাউনলোড করা যাবে ১১.৫ মেগাবাইটের ফাইলটি।
Leave a Reply