শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে ২০১৫ সালের সবচেয়ে প্রভাবশালী ৫শ’ মানুষের তালিকায় উঠেছে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের নাম। ডেবরেটের বার্ষিক এই তালিকায় ঠাঁই পেয়েছেন ক্রীড়া, সাংবাদিকতা, রাজনীতি, বিজ্ঞাপন, স্থাপত্য, খাদ্য ও শিক্ষাক্ষেত্রে কাজ করেন এমন মানুষরা।
এই তালিকায় মানবতাবাদী কর্মী’দের কাতারে স্থান পেয়েছেন মালালা। সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী সতের বছরের মালালা এই তালিকাতেও সবচেয়ে অল্প বয়সী।
ডেবরেটের প্রধান নির্বাহী জোয়ান মিলনার বলেন,আমরা নানা রকম মানুষের মিশ্রণে তৈরি এই বার্ষিক তালিকা প্রকাশ করে অত্যন্ত আনন্দিত। এখানে এমন অনেকের নাম আছে যাদের হয়তো আপনারা প্রত্যাশাও করেননি।’
উল্লেখ্য, তালেবানদের গুলিতে আহত হওয়ার সময় মালালার বয়স ছিল মাত্র ১৫। নারীশিক্ষার পক্ষে প্রচারণা চালানোর জন্যই তাকে তালেবানদের আক্রোশের শিকার হতে হয়।