বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:০৩

কল্পনার ঘূর্ণায়মান বাড়ি নিলামে

কল্পনার ঘূর্ণায়মান বাড়ি নিলামে

শীর্ষবিন্দু  নিউজ ডেস্ক: নেক সময় আমরা বলি যেস কল্পনা কি বাস্তব হতে চলেছে। হ্যা এবার আপনি কল্পনা করুন তো, ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির দরজা ঘুরে গেছে পুরো উল্টো দিকে। বাড়ির বাইরে বের হয়ে আপনি রাস্তাই চিনতে পারছেন না। আপনার বাড়ির আসবাবপত্র, খাট, দরজা, জানালা সবকিছুই উত্তর থেকে চলে গেছে দক্ষিণে, পূর্ব থেকে চলে গেছে একেবারে পশ্চিমে। হ্যাঁ ঠিক এমনই একটি বাড়ি এবার নিলামে উঠেছে। অস্ট্রেলিয়ার উত্তর ক্যানবেরায় নিলামে ওঠা এ বাড়িটি ৩৬০ ডিগ্রি কোণে ঘুরতে পারে। একটি বাটন প্রেস করা মাত্রই সম্পূর্ণ ঘুরে যাবে এ বাড়িটি।

নিলাম কর্মকর্তারা আশা করছেন, বাড়িটি ১০ লাখ ডলারের কিছু বেশি অর্থে বিক্রি হতে পারে। এমএজি কনস্ট্রাকশনসের জন অ্যান্ড্রিলো বাড়িটির নকশা তৈরি করেছেন। ৪ বেডরুমবিশিষ্ট এ বাড়িটিতে রয়েছে ২৮টি চাকা। দুটি শব্দবিহীন মোটরের সাহায্যে পরিচালিত হয় এটি। বাড়িটির ডিজাইন করার সময় জন সূর্যের রোদের বিষয়টি মাথায় রেখেছিলেন। শীতকালে থাকার ঘরগুলোতে পর্যাপ্ত তাপের ব্যবস্থা করা ও গ্রীষ্মকালের প্রখর রোদ থেকে রক্ষা পাওয়ার কথা চিন্তা করে তিনি সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি কোণে ঘূর্ণায়মান এ বাড়িটি নির্মাণ করেছেন। বাড়িটিতে ৪টি গাড়ি রাখার গ্যারেজ রয়েছে। ১ লাখ ২০ হাজার লিটার বৃষ্টির পানি ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ট্যাঙ্কের ব্যবস্থাও রাখা হয়েছে। একটি টাচস্ক্রিন প্যানেলের মাধ্যমে তিনটি ভিন্ন গতিতে ঘূর্ণনের কর্মকৌশল নিয়ন্ত্রিত হয়। সবচেয়ে দ্রুত বা সর্বোচ্চ গতিতে বাড়িটি ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘুরতে সময় লাগে মাত্র ১৩ মিনিট। শুধু তাই নয়। বাড়িটির নির্মাণশৈলীতে স্থিতিস্থাপকতা রাখা হয়েছে, যাতে এটি সর্বোচ্চ প্রায় ৫০০ মিটার পর্যন্ত ঘুরতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024