শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১১

বিয়ের কিছুদিন পরই হারিয়ে যায় যে সুন্দর বিষয়গুলো

বিয়ের কিছুদিন পরই হারিয়ে যায় যে সুন্দর বিষয়গুলো

নিউজ ডেস্ক: নতুন বিয়ের পর স্বামী বা স্ত্রী দুজনেরই কাছে পৃথিবীটা রঙ্গিন মনে হয়। সেটা সকলেই স্বীকার করবেন। সদ্য বিবাহিত স্বামী বা স্ত্রীর সাথে অন্তরঙ্গমূহুর্ত, ঘোরা-ফেরা, হানিমুন, হাসি-আনন্দ সব কিছু মিলিয়ে পৃথিবীটা হয়ে উঠে মধুময়। কিন্তু আপনি যদি ভেবে থাকেন বাকি জীবন এভাবেই কেটে যাবে, তাহলে ভুল ভাবছেন। দাম্পত্য জীবনে এমন কিছু সুন্দর মূহুর্ত থাকে যা সময়ের সাথে হারিয়ে যায়।

তাই প্রথম থেকেই রাখুন মানসিক প্রস্তুুতি, জেনে রাখুন কোন ব্যাপারগুলো বিয়ের কিছুদিন পর হারিয়ে যাবে। এবং যতটুকু সম্ভব সুন্দর এই মূহুর্তগুলো এখনই উপভোগ করে নিন।

১. তীব্র ভালোবাসা

বিয়ের পর পর বলাই বাহুল্য যে দুজনের মাঝে তীব্র ভালোবাসা কাজ করে। কেউ কাউকে ছেড়ে থাকতে না পারা, একটু কিছু হলেই অস্থির হয়ে পড়া ইত্যাদি সবই বিয়ের পর পর খুব দেখা যায়। কিন্তু সময় যত যেতে থাকবে এই বিষয়গুলো কিন্তু ততই কমে আসবে। ভালোবাসার তীব্রতা বা তীব্র প্রকাশ আস্তে আস্তে কমে যেতে থাকে। তাই কখনোই আশা করবেন না যে ভালোবাসা এমন রূপকথার মতই থাকবে।

২. অন্তরঙ্গ যৌন সম্পর্ক

বিয়ের পর পর দুজনের যৌন সম্পর্ক খুবই উচ্ছল আর অন্তরঙ্গ থাকে। আস্তে আস্তে সেই অন্তরঙ্গতা ফিকে হতে শুরু করে। যৌন সম্পর্কের আগ্রহ কমে আসে, যৌনতায় নতুনত্বের অভাবে সম্পর্ক অনেক সময়েই রুটিন কাজের মত হয়ে যায়। সন্তান ছোট থাকলে যৌন জীবনে আরও বিপত্তি দেখা দেয়। এই ব্যাপারটি দূর করার সমাধান কিন্তু আপনাদের হাতেই। যৌন জীবনকে এক ঘেয়ে না করে নতুন কিছুর চর্চা করুন, দেখবেন ভালো লাগছে।

৩. ঘনঘন বেড়াতে যাওয়া

বিয়ের পর এখানে- সেখানে বেড়াতে যাওয়া, দুজনে খুব ঘোরাঘুরি চলতেই থাকে। কিন্তু একটা সময়ে নিজেদের দৈনন্দিন জীবনে সকলকেই ফিরতে হয়। কর্মক্ষেত্র, দায়িত্ব, জীবনের হরেক আয়োজনে সেই প্রেমিক-প্রেমিকার মত ফুরফুরে আনন্দের দিন আর থাকে না। তাছাড়া খরচেরও তো একটা ব্যাপার আছে। তাই এই ব্যাপারটা নিয়ে মন খারাপ না করে নিজেকে মানিয়ে নিন। আনন্দ খুঁজে নিন নিজের ঘরেই।

৪. মিষ্টি রোমান্টিকতা

“ভালোবাসি” বলা, মিষ্টি ভালোবাসার প্রকাশ বিয়ের পর আস্তে আস্তে হারিয়ে যায় দিন যাপনের আড়ালে। কিন্তু তাই বলে কি ভালোবাসা হারিয়ে যায়? একদম না। বরং একটু চেষ্টা করে নিজেই ধরে রাখুন। হয়তো আপনার সঙ্গী সাড়া দেবেন না, কিন্তু আপনি হতাশ না হলে ভালোবাসার চর্চা ধরে রাখুন।

৫. স্বামী বা স্ত্রীর শতভাগ মনযোগ

নতুন প্রেম বা দাম্পত্য সঙ্গী নিজের মনের মানুষটির দিকে শতভাগ মনযোগ দিয়ে থাকেন। প্রিয় মানুষটি একটি উফ করলেও তার কষ্ট কম করার জন্য অস্থির হয়ে যান। কিন্তু কিছুদিন পার হতে না হতেই মনযোগ হারিয়ে যায় আরও অনেক কিছুর আড়ালে। আর এটাই সত্যি যে একই মানুষের প্রতি আমরা বেশিদিন আগ্রহ ধরে রাখতে পারি না। তাই খুব বেশী প্রত্যাশা রাখবেন না। জেনে নেবেন যে এটাই জীবনের নিয়ম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024