শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২২

সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি: দিনভর চলছে টানা বর্ষণ

সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি: দিনভর চলছে টানা বর্ষণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টানা বর্ষণের ফলে নগরীসহ সিলেটের নিমাঞ্চল প্লাবিত হয়ে হয়ে গেছে। নগরীর অনেক এলাকায় বাসা-বাড়িতে পানি উঠে গেছে। এ নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।

টানা এই বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ-দিরাইসহ বিভিন্ন স্থানে লাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদীর পানি তীব্র গতিতে প্রবেশ করছে বিভিন্ন গ্রামে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ডুবে গেছে সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কয়েকটি অংশ। ফলে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। অনেক পাথর ভাঙ্গার মেশিনও বন্যার কারণে বন্ধ। এছাড়া জাফলং পাথর কোয়ারিতে পাথর উত্তোলন ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা বুষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে। সিলেট থেকে ছোট বড় কোন যানবাহন ঐ এলাকায় যেতে চাচ্ছেনা। সালুটিকর পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার পথ যেতেই এখন একঘণ্টা সময় লাগে। আর কোম্পানীগঞ্জ পর্যন্ত যেতে কোন যানবাহন চালক সহজে রাজিই হচ্ছেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024