তানভীর তালুকদার: রমজানকে সামনে রেখে সিলেটের পাইকারি ও খুচরা বাজার ধাপে ধাপে বেড়েই চলছে নিত্যপণ্যোর দাম। বাজারে গিয়ে দেখো গেছে- ছোলা,মসুর ডাল, পেঁয়াজ কেজিতে ৪/৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।বর্তমানে খুচরা বাজারে চিকন ডাল ১২০ টাকা, মোটা ডাল ৯৫ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, ছোলা ৬৫ টাকা, ডালডা ৯৫ টাকা, রসুন ৯৫ টাকা, আদা ১২০ টাকা, চিনি ৪০ টাকা করে প্রতি কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে।
বন্দর বাজার ব্যবসায়ী সাদিকুর রহমান জানান, কয়েকটি পণ্যের দাম বেড়েছে আবার বেশির ভাগ পণ্যের দাম এখনও স্থিতিশীল আছে। সময় ঘনিয়ে আসার সাথে সাথে দাম বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
এছড়া কাঁচাবাজারে প্রতিটি পণ্যের দাম ২/৩ টাকা করে বাড়ছে। বাজারে প্রতি কেজি মুকি ৪০ টাকা, বেগুন ৩২ টাকা থেকে ৩৫ টাকা, পটল ৩০ টাকা, ঢেঁড়স ২৫ টাকা, গাজর ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, টমেটো ২৫ টাকা,মুলা ২৫ টাকা, জিংগা ৪০টাকা করে বিক্রয় হচ্ছে। কাঁচামালের খুচরা ব্যবসায়ী আতাব মিয়া জানান, এখনও সব পণ্যের দাম বাড়েনি। তবে কিছু কিছু পণ্যের দাম বাড়তে শুরু করেছে।
ব্যবসায়ীরা জানান, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের চাহিদা বেশি থাকায় কৃত্রিম সংকট তৈরীর মাধ্যমে দাম বৃদ্ধি করে থাকেন। তবে নিত্যপণ্যের বাজার মনিটরিং-এর ব্যবস্থা করলে কৃত্রিম মুল্য বৃদ্ধির প্রবনা হ্রাস হবে।