শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬

রানীকে সৈনিকের স্যালুট: উড়ে গেলো ছোট্ট মেয়েটির হ্যাট

রানীকে সৈনিকের স্যালুট: উড়ে গেলো ছোট্ট মেয়েটির হ্যাট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রকৃত অর্থে, বৃটেনের রানীর ক্ষমতা তেমন না থাকলেও, তাকে ঘিরে সামান্য খবরও বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়।

সম্প্রতি ঘটলো তেমনই এক ঘটনা। বৃটেনের কার্ডিফ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে রানী দ্বিতীয় এলিজাবেথকে ওয়েলশের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ৬ বছরের ফুটফুটে শিশু মেইজি গ্রেগরি ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানালো। একটু লজ্জা পেলেও, রানীর সঙ্গে সৌজন্য-পর্বটায় কোন তালগোল পাকায়নি শিশুটি।

কিন্তু রানী যখন শিশুটির কাছ থেকে হাসিমুখে ফুলের তোড়া নিয়ে সামনে হাঁটতে শুরু করলেন, ঠিক সে সময় সেখানে দাঁড়িয়ে থাকা সৈন্য রানীর সম্মানার্থে ঠুঁকলেন স্যালুট। আর সেই স্যালুটে পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুটির হ্যাট উড়ে গেলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। কপালেও বোধ হয় লাগলো একটু! ভয় পেয়ে এক দৌড়ে মেইজি চলে গেলো পেছনে দাঁড়িয়ে থাকা মায়ের কাছে।

ওই সৈনিক সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন এবং মেইজি ও তার মায়ের কাছে গিয়ে অনাকাক্সিক্ষত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এ ঘটনা গত বৃহস্পতিবারের। মা জোয়ান গ্রেগরির স্বামীও সৈনিক। তিনি জানালেন, মেইজি ভালো আছে, তবে রানীর সঙ্গে সৌজন্য-বিনিময়ের জন্য অপেক্ষা করাতেই একটু ক্লান্ত।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024