শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগভেরী পত্রিকা এবং অনলাইন দ্যা ডেইলি বাংলা নিউজ পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর উপর গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ পাপলু কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মেয়র পাপলুর বিরুদ্ধে উঠা দূর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছেন সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী।
বর্তমানে মামলাটি সিলেটের ডিবি পুলিশ তদন্ত করছে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গোলাপগঞ্জের সর্বস্থতরের জনতা মানব বন্ধন কর্মসূচী পালন করে এবং আমরা গোলাপগঞ্জ বাসী নামক সামাজিক সংগঠন পৌরমেয়র পাপলুকে মামলাবাজ আখ্যায়িত করে তার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন গত ২৫ ও ২৬ মে সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবে।
গত মঙ্গলবার আবেদনটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দফতরে গৃহীত হয়। বর্তমানে মেয়র পাপলুর বিরুদ্ধে উঠা অভিযোগগুলো সরকারের বিশেষ কয়েকটি গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে জানা গেছে। যোগাযোগ করা হলে জাতীয় নিরাপত্তা উইংসের সিলেট বিভাগীয় কার্যালয়ের একজন দ্বায়ীত্বশীল কর্মকর্ত নাম প্রকাশ না করার শর্তে জানান, তদন্ত শুরু হয়েছে রিপোর্ট প্রস্তুত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য তা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।
যোগাযোগ করা হলে সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী জানান, মামলা হওয়ার এক মাসের অধিককাল যাবত তদন্ত করে এখন পর্যন্ত ঐ আইডির সাথে আমার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই মামলা প্রত্যাহার ও মেয়র পাপলুর বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছি।
এদিকে পৌর মেয়র পাপলু সংবাদ মাধ্যমে দাবী করেন মামলা দিলেও তিনি এব্যাপারে নীরব ছিলেন তৃতীয় পক্ষ এটাকে নিয়ে টানাটানী করছেন। দূর্নীতি ও অনিয়মের ব্যাপারে পাপলু এক সংবাদ সম্মেলনে বরাবরের মত আবারো দাবী করেন এগুলো কুচক্রী মহলের ষড়যন্ত্র।
উল্লেখ্য ফেসবুকে কথিত সময় সংবাদ গোলাপগঞ্জ নামক একটি আইডি থেকে গোলাপগঞ্জ পৌর মেয়রের স্ত্রী সাবেক প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন এরকম একটি গুজব রটায় কে বা কাহারা। পূর্ব বিরোধের জের ধরে এই আইডি সাংবাদিক মাহবুব পরিচালনা করছেন বলে দাবী করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মেয়র পাপলু গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।