শীর্ষবিন্দু নিউজ: আপিল বিভাগের দেয়া রায়ে ন্যায় বিচার পাননি বলে জানিয়েছেন আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর।
ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের প্রতিক্রিয়ার মুজাহিদের ছেলে বলেন, যেহেতু ট্রাইব্যুনালে আমরা ন্যায়বিচার পাইনি, সেহেতু ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলাম। কিন্তু এখানেও ন্যায়বিচার পাইনি। আমরা সংক্ষুব্ধ। এখন আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।
তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার যে অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, সেখানে কাকে হত্যা করা হয়েছে তা অভিযোগে নেই। কোন ভিকটিম পরিবারের সদস্য এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়নি। এ অভিযোগে কিভাবে মৃত্যুদণ্ড বহাল থাকলো তা আমার কাছে মিসট্রেরিয়াস (রহস্যময়)।