শীর্ষবিন্দু নিউজ: সিলেটের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। সিলেট আওয়ামী লীগের ঘাটি। বাংলাদেশ ছাড়াও ইল্যান্ডে তিন বাংলাদেশী বিজয়ী হওয়ার পিছনে সিলেটীদের অবদান রয়েছে বলে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে লন্ডন সফর শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতীকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১০টা ৮ মিনিটের সময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতির বিমান বন্দরে পৌঁছান। পরে সকাল ১১টা ১০ মিনিটের সময় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির খান প্রমূখ।