বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৫২

দেশে শুক্রবার থেকে রামাদ্বান মাস শুরু

দেশে শুক্রবার থেকে রামাদ্বান মাস শুরু

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। গতকাল বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৬ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ১৮ই জুন বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর ১৯শে জুন শুক্রবার থেকে ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা করা হবে। আগামী ১৪ই জুলাই মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপিত হবে।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভায় ১৪৩৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করায় বাংলাদেশের কিছু এলাকায় আজ থেকে রোজা রাখা শুরু হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025