নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার খাস মৌজায় রাস্তা পাকা করার দাবীতে মানব বন্ধন পালন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় খাস মৌজার প্রধান রাস্তায় এ মানব বন্ধন করা হয়। খাস মৌজা শালিস সমন্বয় কমিটির প্রধান ও পাঁচভাগ পরগনার অন্যতম শালিস সমন্বয়ক মোঃ আব্দুর রব’র সভাপতিত্বে ও খাস মৌজা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ইলিয়াস আকরাম’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন খাস মৌজা শালিস সমন্বয়ক মিজানুর রহমান, বিলাল আহমদ, ফয়জুর রহমান, মুহাম্মদ আলী, কবির আহমদ, চান মিয়া, মোঃ আব্দুল্লা, জলাল উদ্দিন, জাকারিয়া ও ডাট সিরাজ।
কয়েক শতাধিক মানুষ ‘কাদা পানির যন্ত্রণা আর মোরা সইবনা’সহ বিভিন্ন শ্লোগান লেখা প্লে-কার্ড হাতে নিয়ে মানব বন্ধনে অংশ নেয়। মানব বন্ধনে বক্তারা বলেন পরগনার মধ্যে প্রধান হলো এই খাস মৌজা। পরগনার সব ধরণের বৈঠক এই খাসের মসজিদে আদি কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সারি-গোয়াইনঘাট সড়কের সাথে খাসমৌজার প্রধান যোগাযোগ মাধ্যম এই রাস্তাটি করুণ অবস্থায় পড়ে আছে। বৃহত্তর খাস মৌজার শত শত মানুষের জীবন যাত্রার মান নিচের দিকে নিয়ে যাচ্ছে এই রাস্তা। বৃষ্টির ফুটা পড়তে না পড়তেই রাস্তাটি কাদা-জলে একাকার হয়ে যায়। জলাশয়ের মতো রাস্তা দিয়ে অনেক শিশু বিদ্যালয়ে যেতে চায়না।
আর এরূপ কারনেই স্থানীয় এলাকার মধ্যে খাস মৌজায় শিক্ষিত’র সব চাইতে কম। খাস হাওরের মাছ ও খাস (সোনাপুর)’র আলু, পটল, মিষ্টি কুমড়া, ডেড়স, মুলা, চাঁপা কলা, লেবু ও তরমুজসহ অসংখ্য শাক-সব্জি দেশের চাহিদা মেটাতে এই রাস্তা দিয়ে শহরে চলে যায়। এমনকি সোনাপুরের মশলাজাতীয় ফসল বিদেশে রপ্তানী করা হয়। উল্লেখ্য সোনাপুর খাস মৌজার একটি পাড়ার নাম। যেখানে ১২মাস প্রচুর পরিমাণ সক-সব্জি ও ফল-মুল’র উৎপাদন হয়। খাস মৌজার প্রধান রাস্তাটি ছাড়া শহরে উঠার জন্য সোনাপুরের আর কোন পথ খোলা নেই।
বক্তারা জোর দিয়ে বলেন সরকার এ বৃহত্তর জনগোষ্ঠীর কাছ থেকে নানা ভাবে রাজস্ব আদায় করছে। কিন্তু জনগনের এরূপ চরম দূর্গতির কথা বুঝি সরকার চিন্তাই করছেনা। আমাদের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান আশপাশ এলাকার সকল রাস্তা পাকা করে দিলেন, কেবল বাকি রইল খাস মৌজার রাস্তা। তারা ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য ও প্রধান মন্ত্রীর উদ্যেশ্যে প্রশ্ন রেখে বলেন ‘আমরা কি?
এমন ভুল করেছি যে, দেশ এগিয়ে যাবে সামনের দিকে আর কেবল খাস মৌজা পড়ে থাকবে জরাজির্ণ অবস্থায়। আজ খাসমৌজার মানুষ জেগে উঠেছে, খাস’র মানুষ এবার নিজেদের নাগরিক অধিকার আদায় করে ছাড়বে’। শিগ্রই খাস মৌজার রাস্তা পাকা করে না দিলে সারি-গোয়াইন সড়কে হরতাল ও অবরোধসহ বৃহত্তর কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে মানব বন্ধন থেকে জানানো হয়।