শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮

চার জুলাই যুক্তরাষ্ট্রে আঘাত হানবে আইএস

চার জুলাই যুক্তরাষ্ট্রে আঘাত হানবে আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আগামী ৪ জুলাই অর্থাৎ ইন্ডিপেনডেন্স ডে-তে আমেরিকা জুড়ে মারাত্মক হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা। এনবিসি নিউজ সূত্রে শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করা হল। যার ফলে দেশজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারকে উদ্ধৃত করে সংবাদ চ্যানেলটি এক বুলেটিনে এ কথা জানিয়েছে। যদিও সুনির্দিষ্টভাবে কোনও হামলার পরিকল্পনার কথা উল্লেখ না করে সার্বিকভাবে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার ফ্রান্স, তিউনিশিয়া ও কুয়েতে একইসঙ্গে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জে জনসন এক বিবৃতিতে বলেছেন, আগামী ৪ জুলাইয়ের সরকারি ছুটির দিনে হামলার আশঙ্কার খবর আমাদের কাছে এসেছে। এই আক্রমণ প্রতিহত করতে নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। বিবৃতিতে মন্ত্রী আরও বলেন, দেশের সবকটি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024