শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৭

আখাউড়া আগরতলা রেলপথে ফ্লাইওভার করবে ভারত

আখাউড়া আগরতলা রেলপথে ফ্লাইওভার করবে ভারত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের অর্থায়নে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের ক্ষেত্রে আবাদযোগ্য জমির যেন ক্ষতি না হয় তা মাথায় রেখে নিজস্ব এলাকায় প্রায় চার কিলোমিটারের ফ্লাইওভার করবে নয়াদিল্লি। ভারতীয় ইরকন গ্রুপের বিশেষজ্ঞ, রাজ্য সরকারের প্রতিনিধি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা সাইট পরিদর্শনের পর, এনএফ রেলওয়ের প্রধান প্রকৌশলী এ কথা নিশ্চিত করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

তবে বাংলাদেশের ক্ষেত্রে কী হবে তার উল্লেখ নেই এতে। ১৫ কিলোমিটারের ওই রেলপথের মধ্যে মাত্র ৫ কিলোমিটার থাকছে ভারতীয় অংশে এবং ১০ কিলোমিটার পথ বাংলাদেশে। এনএফ রেলওয়ের প্রধান প্রকৌশলী হারপাল সিংয়ের বরাতে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আবাদযোগ্য জমি বাঁচাতে ভারতীয় ৫ কিলোমিটার রেলপথ এলাকার মধ্যে ৩ দশমিক ৭ কিলোমিটার এলাকায় ফ্লাইওভার থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সেকারণে বর্তমান ডিটেইলড প্রজেক্ট রিপোট (ডিপিআর) পরিবর্তন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে এতে পুরো প্রকল্পের খরচ বহন করবে ভারত সরকার।

তবে প্রকল্পের আওতায় বাংলাদেশের ১০ কিলোমিটার এলাকার কোথাও ফ্লাইওভার নির্মাণ করা হবে কিনা তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। পরিদর্শনকারী দলের বরাতে ইকোনমিক টাইমস আরও জানায়, ২০১৭ সাল নাগাদ আখাউড়া-আগরতলাকে সংযোগকারী ১৫ দশমিক শূন্য ৫ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের কাজ শেষ হবে। এ রেলপথ স্থাপনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে চায় নয়াদিল্লি।

হারপাল সিং জানান, গেল ১৮ই জুন ইন্দো-বাংলা রেল প্রজেক্ট নিয়ে ভারত সরকারের নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান নীতি আয়োগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেয়া সিদ্ধান্তের ফলোআপ জানতে সাইট পরিদর্শন করে প্রতিনিধি দল।

২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আখাউড়া এবং আগরতলার মধ্যে রেলপথ স্থাপনে সম্মত হয় দুই দেশ। ১৫ কিলোমিটার দীর্ঘ আগরতলা-আখাউড়া রেলপথটি বাংলাদেশের রেলপথের সঙ্গে ভারতীয় রেলপথের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় দিক থেকে সংযুক্ত করবে। আর এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে কানেকটিভিটি ও বাণিজ্য জোরালো হবে বলে আশাপ্রকাশ করা হয়েছে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024