রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬

আবারও ব্রিটেনে অবৈধদের ওপর খড়গ: বাড়িভাড়ায় গুনতে হবে জরিমানা

আবারও ব্রিটেনে অবৈধদের ওপর খড়গ: বাড়িভাড়ায় গুনতে হবে জরিমানা

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে অবৈধদের বাড়ি ভাড়া দিলে বাড়িওয়ালাকে গুনতে হবে তিন হাজার পাউন্ড জরিমানা। যা আগেও বলবৎ ছিল। আর তাই খুব শিগগিরই আইন কার্যকর করা হচ্ছে। রাইট টু রেন্ট’র শর্ত মোতাবেক এখন থেকে এই নিয়ম ইংল্যান্ড ও ওয়েলসে কার্যকর করা হচ্ছে। রাইট টু রেন্ট’র এক ট্রায়ালে ডিসেম্বরে ওয়েস্ট মিডল্যান্ড এক বাড়িওয়ালাকে দুই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

ওয়েস্ট মিডল্যান্ডের বার্মিংহাম, অলভারহ্যাম্পটন, ওসল এলাকার বাড়িওয়ালা ও লেটিং এজেন্টকে ইতিমধ্যে জানানো হয়েছে বাড়ি ভাড়া দেয়ার আগে ভাড়াটিয়ার ভিসা স্ট্যাটাস যাচাই করার জন্য এবং আগামী সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড জুড়ে এই নিয়ম কার্যকর করা হবে। যদিও অনেকই এই নিয়মের বিরোধিতা করছেন। বলছেন এটি অন্যায়ভাবে চাপিয়ে দেয়া হচ্ছে। বাড়িওয়ালাদের স্ট্যাটাস যাচাই করার যথেষ্ট জ্ঞান নাও থাকতে পারে।

ওয়েষ্ট মিডল্যান্ডে ১৩৫ টি বাড়ির মালিক ফিল স্টেওয়ার্ড বলেন, আইন প্রয়োগকারী সংস্থা যদি অবৈধদের এয়ারপোর্টে বা বন্দরে নিয়ন্ত্রণ করতে না পারে আমরা কিভাবে করব?

এইভাবে ইমিগ্রেশন চেক বৈষম্য বিরোধী আইনের আওতায় পরে। কারণ বাড়িওয়ালা ও লেটিং এজেন্টের অধিকার নেই কারো ইমিগ্রেশন স্ট্যাটাস জিজ্ঞাসা করা। এটি বর্ণবাদী আচরণের মধ্যে পরে বলেও অনেকে মত দেন। এনি মারিয়া বালফউর নামের ল’ ফার্মের চার্লস রাসেল স্পেসিলস এসব কথা বলেন। তিনি জানান, ২০১০ সালের ইকুয়েটি অ্যাক্ট এ ল্যান্ডলর্ড সেটা করতে পারেন না এবং এর ফলে বাড়িওয়ালাকে অযথা একটা বাড়তি দায়িত্ব পালন করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024