শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) বাংলাদেশি প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টাসহ ১২ জঙ্গিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাৎক্ষণিকভাবে আটককৃত অন্যদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের এসএমএসে এ দাবি করা হয়।
এসএমএসে বলা হয়, বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ, বিভিন্ন ধরনের ছুরি এবং প্রশিক্ষণ ও জিহাদি বইপত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে দুপুর ১২টায় র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।