রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৩

রানী এলিজাবেথকে ছাড়তে হচ্ছে বাকিংহ্যাম প্যালেস

রানী এলিজাবেথকে ছাড়তে হচ্ছে বাকিংহ্যাম প্যালেস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত ৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে। ইংল্যান্ডের রানি এলিজাবেথকে ছাড়তে হবে বাকিংহ্যাম প্রাসাদ। চমকে উঠবেন না। ঘটনা হলো, বাকিংহ্যাম প্রাসাদের সংস্কার হয় না বহুদিন হলো।

রাজপরিবার সূত্রে খবর, শেষবার ১৯৫২ সালে বাকিংহ্যাম প্রাসাদের সংস্কার হয়েছিল। তারপর গত ৬৩ বছরে আর ঘষামাজা পড়েনি প্রাসাদের দেয়ালে। আর সেই কারণেই রানিকে কিছুদিনের জন্য প্রাসাদ ত্যাগ করতে হবে বলে জানা গেছে। রাজপরিবার সূত্রে খবর, প্রাসাদ সংস্কারের জন্য খরচ পড়বে আনুমানিক ২৩৭ মিলিয়ন ডলার। রাজপ্রাসাদের নানা জায়গা বহুদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে গিয়েছে।

এছাড়া কিছু জায়গা সারিয়ে নতুন করে গড়ে তুলতে হবে। আর তাই প্রাসাদ ফাঁকা না করলে তা করা যাবে না।

রানী ভিক্টোরিয়ার পর দ্বিতীয় রানি হিসাবে বাকিংহ্যাম প্যালেসের অধিকার যায় রানি এলিজাবেথের দখলে। তার পরের তিনটি প্রজন্মের সঙ্গে তিনি এখানে বাস করেছেন। এবার কোনো জায়গা রানিসহ রাজপরিবারের আস্তানা হয় তাই এখন দেখার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024