স্বদেশ জুড়ে ডেস্ক: টেলিভিশন সংলাপ অনুষ্ঠানে প্রশ্নবান্তরে জর্জরিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আহসান হাবীব কামাল প্রশ্ন শুনে উত্তেজিত হয়ে মঞ্চ ছেড়ে যান চলে গেলে তার সমর্থকরা অনুষ্ঠানস্থল শেবাচিম অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। বরিশালের তিন মেয়র প্রার্থীকে নিয়ে ‘সিটিসেল জনতার সামনে জনপ্রতিনিধি’ অনুষ্ঠান শুরু হয়। রাত সোয়া ৮টায় শুরু হওয়া বেসরকারি টিভি চ্যানেল এস এ টিভি অনুষ্ঠানে মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন, আহসান হাবিব কামাল ও মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন শাহরিয়ার বিপ্লব।
অনুষ্ঠান শুরুর পরপরই উঠে আসে তিন প্রার্থীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ। একপর্যায়ে নগরীর খাল ভরাটের প্রসঙ্গ উঠলে শওকত হোসেন হিরন সরাসরি তা অস্বীকার করে দাবি করেন, ১০টি খালের মধ্যে ৮টিই কামালের সময় ভরাট হয়েছে। এ নিয়ে দু’জনের মধ্যে মৃদু তর্ক শুরু হলে উপস্থাপক অনুষ্ঠানের বিরতিতে যান। এই বিরতির সময় দুই প্রার্থীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজিত হয়ে মঞ্চ ত্যাগ করেন কামাল। এ সময় তার সমর্থকরা অডিটরিয়ামের গ্লাস ও চেয়ার ভাংচুর করে। বিরতি থেকে ফিরে এসে উপস্থাপক দুঃখ প্রকাশ করে বলেন, আহসান হাবিব কামাল উত্তেজিত হয়ে চলে গেছেন। এরপর অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দুই ঘণ্টার অনুষ্ঠানটি শেষ হয়ে যায় মাত্র ৩০ মিনিটে।
Leave a Reply