শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্যেও থেমে নেই জাল ভোট প্রদান। নগরীর ৪নং ওয়ার্ডের ১০ জন ভোটার ভোট দিতে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী রুবেল আহমদ ক্ষুব্ধ হয়ে বলেন, সরকার মুখেই বলে থাকেন তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়ে থাকে, বাস্তবে এর মিল পাওয়া গেল না।
সিলেট সিটির অর্ন্তগত ৪নং ওয়ার্ডের নতুন ভোটার রুবেল আহমদ, পিতা-নুর চান এবং মাতা মতুফুল বেগম। তার ভোটার আইডি কার্ডের নাম্বার ৯১৯৬২০৪১৩৩২৯৫। তিনি শনিবার সকাল ১০টায় আম্বারখানা বালিকা বিদ্যালয় ও কলেজে ভোট দিতে গিয়ে দেখেন, তার যাওয়ার আগেই অন্য কেউ তার ভোট দিয়ে দিয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সঠিক জাবাব দিতে পারেননি তাকে। এসব ভোটাররা অভিযোগ করেছেন, তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দিয়ে দিয়েছে কতিপয় অসাধু ব্যক্তিরা।
Leave a Reply