ব্যাংক অব ইংল্যান্ডের নতুন গভর্নর হিসেবে কানাডিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধানকে নিয়োগ দানকে সাহাসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম।-বাসস মঙ্গলবার ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, এ পদক্ষেপ বাণিজ্য উন্মুক্তকরণের অঙ্গীকারের প্রতিফলন। অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন সোমবার আইন প্রণেতাদের জানান, তিনি প্রজন্মের অনন্য সাধারণ কেন্দ্রীয় ব্যাংকার ৪৭ বছর বয়সী মার্ক কার্নেকে ব্যাংক অব ইংল্যান্ডের ৩১৮ বছরের ইতিহাসে প্রথম বিদেশী গভর্নর হিসেবে নির্বাচন করেছেন। শীর্ষ স্থানীয় বাণিজ্য প্রকাশনা ফিন্যান্সিয়াল টাইমস এক সম্পাদকীয়তে ‘সাহসী পদক্ষেপ’ এর প্রশংসা করেছে। এতে বলা হয়, এ নিয়োগ প্রমাণ করে যে, ব্রিটেন শীর্ষ পদগুলোতে সেরা মেধাবীদের নিয়োগ দিতে বাইরের লোক নিয়ে আসতে প্রস্তুত রয়েছে। পত্রিকাটিতে বলা হয়, একজন বিদেশীকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নিয়োগ ‘দেশের মেধা সম্পদ’ সম্পর্কে বিরূপ চিত্র তুলে ধরে না, বরং ব্যাংকটির স্বাতন্ত্রই ফুটিয়ে তোলে। দ্য টাইমসে এর আগে এক সম্পাদকীয়তে ব্যাংকের ডেপুটি গভর্নর পল টাকারকেই শীর্ষ পদের জন্য সেরা বাছাই হবেন বলে মন্তব্য করলেও মঙ্গলবারের সম্পাদকীয়তে বলা হয়, দারুণ, উহ্, সেটি ভুল ছিল। এখন পরিস্কার যে, আসলে মার্ক কার্নেট ছিলেন সেরা প্রার্থী। সত্যি বলতে কি, আমরা জানতাম না যে তিনিও একজন প্রার্থী ছিলেন।’
Leave a Reply