বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫২

রাজশাহীর নগর পিতা হলেন বুলবুল

রাজশাহীর নগর পিতা হলেন বুলবুল

 

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৭ হাজার ভোটের ব্যবধানে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। শনিবার রাত ১টা ২০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ১৩৭টি কেন্দ্রের সবকয়টির চূড়ান্ত ফল ঘোষণা করেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানান রিটার্নিং কর্মকর্তা।

রাজশাহী সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৩ হাজার ৫২২ এবং পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৩৯৫ জন। ১৯৮৭ সালের ১ অগাস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রে এবার ইভিএমে ভোট হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ নির্বাচনে মোট ভোট পড়েছে দুই লাখ ১৮ হাজার ৩১০, যার মধ্যে বৈধভোট দুই লাখ ১৫ হাজার ৫৭৫। দুই হাজার ৭৩৫টি ভোট হয়েছে বাতিল। ভোট পড়ার হার ৭৬ দশমিক ০৯ শতাংশ। এর আগে রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুলের মিলনায়তনে অস্থায়ী নিয়ন্ত্রণ থেকে রাত সাড়ে ৮টা থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024