শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মাইগ্রেন্টদের প্রায় ১৫০ জনের মতো রিফিউজিদের পক্ষে প্রতিবাদকারিরা জোর করে লন্ডনের কিংক্রস ষ্টেশনের ইউরোষ্টারে এসে প্রবেশ করতে চাইলে লন্ডন ট্রান্সপোর্ট পুলিশের সাথে সংঘর্ষ বাধে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করলে ব্রিটিশ রেলওয়ে পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের যৌথ সহায়তায় তাদেরকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হয়নি।
ঠিক একই সময়ে আরো একটি দল কিংক্রস ষ্টেশনে এসে জোর করে ইউরোষ্ঠার প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় পুলিশ স্মোক বিস্ফোরক ইত্যাদি নিক্ষেপ করেন। পুলিশ তাদেরকে আটকানোর সব চেষ্টা করে তাদের প্রবেশে ব্যর্থ করে দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও জোরাজুরির ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় মাইগ্রেন্টদের পক্ষের প্রতিবাদকারিরা পুলিশের প্রতি ঢিল, স্মোক বিস্ফোরক ইত্যাদি ছুড়ে মারেন।
এর আগে এক সপ্তাহ পূর্বে প্রায় ২৫০ জনের একটি গ্রুপ একই দাবিতে কিংক্রস ষ্টেশন প্ল্যাটফর্মে ঢোকার চেষ্ঠা করেছিলো। তাদের বক্তব্য হচ্ছে, ডেভিড ক্যামেরন ও থেরেসা মে কে রিফিউজিদের প্রবেশের অনুমতি দিতে হবে। থেরেসা মের ডিটেনশন সেন্টার বন্ধ করে দিতে হবে। ক্যালাইস থেকে মাইগ্রেন্টদের ইউরোষ্টারে ব্রিটেনে প্রবেশ করতে দিতে। কোন বর্ডার লাইন রিফিউজিদের জন্য থাকবেনা।
মেট্রোপলিটন পলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে ১৫০ জনের মতো প্রতিবাদকারি ক্রিংক্রস ষ্টেশনে ডেমোনাস্ট্রেশনে এলে তাদেরকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দেয়া হয়। তারা সেরকম প্রতিবাদও করছিলো। পুলিশ সহায়তা করছিলো তাদের। প্রতিবাদকারিরা নো বর্ডার ফর রিফিউজি দাবী করছিলো।