শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে পরাজিত সাবেক মেয়র কামরানের সঙ্গে তার বাড়িতে কুশল বিনিময় করতে যান বিজয়ী মেয়র আরিফ। নিচ তলায় কামরানের সাথে গল্প গোজবের এক পর্যায়ে আরিফ খোজ করেন কামরান পত্নী আসমা কামরানকে। এ সময় আরিফ কামরানের বাড়ির দোতলায় উঠে গিয়ে আসমা কামরানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। আরিফুল হক আসমা কামরানকে ফুলের তোড়া উপহার দেন। এ সময় তারা কিছুক্ষণ আলাপ করেন। বিভিন্ন বিষয়ের মধ্যে পারিবারিক বিষয়ও ছিল বলে জানা যায়। আলাপকালে আসমা কামরান আরিফুল হক চৌধুরীকে বিজয়ের জন্য অভিনন্দন জানান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Leave a Reply