প্রযুক্তি আকাশ ডেস্ক: সম্প্রতি ওয়াশিংটন পোস্টের খবরে জানা যায়, অ্যাপল মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম ‘আইওএস’ গাড়ির ড্যাশবোর্ডের উপযোগী করে বানানোর জন্য কাজ করছে। ওয়াশিংটন পোস্টের বরাতে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০১৩-এ অ্যাপল ঘোষণা দিয়েছে।
আইওএস প্ল্যাটফর্মের আরও অ্যাপ্লিকেশন সেখানে ব্যবহার করা যাবে। ইতোমধ্যে ডব্লিউডব্লিউডিসিতে যেসব ব্যক্তিগত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আইওএস ইন্টিগ্রেশনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তাদের মধ্যে রয়েছে হন্ডা, মার্সেডিজ-বেঞ্জ, নিশান, শেভি, কিয়া, ইনফিনিটি, হিউন্ডাই, ভলভো, জাগুয়ার, পোরশে এবং একুরা।
২০১৪ সালের মডেলের গাড়ির ড্যাশবোর্ডে আইওএস দেখা যাবে। চালক এই সফটওয়্যার প্রযুক্তির সুবিধা নিতে সক্ষম হবে। এ জন্য গাড়ির ড্যাশবোর্ডের স্ক্রিনে আইওএস চালানো হবে। সেখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া যাবে। এই অ্যাপ্লিকেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কলিং, রেডিও, মেসেজিং এবং ন্যাভিগেশন।
Leave a Reply