শীর্ষবিন্দু নিউজ: বার্ষিক এওয়ার্ড বিতণ অনুষ্ঠান হয়ে গেল বৃটেনে বাঙালীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন টাইগার্সের। এ উপলক্ষ্যে বুধবার লন্ডনের একটি অভিজাত হলে বিপুল সংখ্যক অতিথির সমাগম ঘটে।
এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আসা বৃটিশ এমপিরা বিশাল এ অর্গানাইজেশনের ব্যাপক প্রসংশা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিস গেইলিং এমপি। এছাড়াও এন মেইন এমপি, বব ব্ল্যাকমেন এমপি, কেরন বাক এমপিসহ বেশ কয়েকজন এমপি উপস্থিত ছিলেন। লন্ডন টাইগার্সের চেয়ারম্যান রন বডির স্বাগত বক্তব্যের পর অতিথিরা একে একে এওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
উপস্থিতিতে অনুষ্ঠানে বৃটিশ এমপি ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা লন্ডন টাইগার্সের প্রশংসা করেন। বৃটিশ রাজনীতিবিদ ছাড়াও চ্যানেল এসের এমডি তাজ চৌধুরী, এটিএনের সিইও হাফিজ আলম বক্স, এনটিভির মোস্তাফা সারোয়ার, কমিউনিটি ব্যক্তিত্ব মুকিম আহমদ, বজলুর রশীদ এমবিই, ইয়ারফর আলী খান, সেলিম চৌধুরী, মোহাম্মদ মুনিম সালিক, লন্ডন টাইগার্স ফুটবল ক্লাবের চেয়ারম্যান জিলু মিয়াসহ অন্যান্যরা বিজয়ীদের হাতে এওয়ার্ড তুলে দেন।
এওয়ার্ড দেয়া-নেওয়ার ফাঁকে চলে এফ এ কাপ ছুঁয়ে দেখার পালা। নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পুরো সন্ধ্যা জুড়ে এফ এ কাপটি ছিল অনুষ্ঠানে। লন্ডন টাইগার্সের খেলোয়াররা এফ এ কাপের ৪র্থ রাউন্ড পর্যন্ত খেলেছেন।
ইউকের বাংলাদেশী তথা এশিয়ান কমিউনিটির মধ্যে বৃহৎ স্পোর্টস অর্গানাইজেশন হিসাবে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে লন্ডন টাইগাইর্স। গ্রেটার লন্ডনের সাউথলে ২৫ বছরের লিজ নিয়ে প্রায় ১৯ একর জায়গাজুড়ে প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে বিশাল স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করছে লন্ডন টাইগার্স।